Site icon Jamuna Television

ব্যর্থ অভ্যুত্থান গিনি বিসাউয়ে, নিহত অনেক: প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে ঘটলো ব্যর্থ সেনা অভ্যুত্থান। মঙ্গলবারের হামলার পর নিরাপদ ও সুস্থ আছেন দেশটির প্রেসিডেন্ট।

রাষ্ট্রীয় ভবনে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের একান্ত বৈঠকের সময় চালানো হয় এই সেনা অভ্যুত্থান। প্রচণ্ড গোলাগুলির শব্দে ভারি হয়ে ওঠে এলাকা।

প্রাথমিকভাবে জানানো হয়, বন্দি করা হয়েছে শীর্ষ রাজনীতিকদের। কিন্তু দিন গড়াতেই প্রেসিডেন্ট উমারো সিসোকো রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে জানান, অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রাণ হারিয়েছেন বহু সেনা সদস্য। কিন্তু হতাহতের কোনো সংখ্যা জানাননি তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন উমারো। সেসময়ই ছিল সেনাবাহিনীর সাথে অন্তর্কোন্দল। কয়েক সপ্তাহের ব্যবধানে আফ্রিকার দেশটিতে দ্বিতীয়বারের মতো চালানো হলো অভ্যুত্থান।

আরও পড়ুন: ইউক্রেনের সাথে জোরপূর্বক রাশিয়ার যুদ্ধ বাধাতে চাইছে যুক্তরাষ্ট্র: পুতিন

ইউএইচ/

Exit mobile version