
ছবি: সংগৃহীত
ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। মঙ্গলবার দুপুর নাগাদ পানির তোড়ে ভেঙ্গে গেছে একটি হাইওয়ে।
অবশ্য তাতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দীর্ঘ সড়কটি রাজ্যের পশ্চিম ও পূর্বাঞ্চলকে যুক্ত করে। এ দুর্ঘটনায় বন্ধ রয়েছে যান চলাচল। চাপ পড়ছে বিকল্প রাস্তাগুলোয়। রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৪ জন। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।
রাজ্যটিতে প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন ১৬শ’র কাছাকাছি মানুষ। বর্তমানে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা। দুর্যোগপূর্ণ এলাকা সফরশেষে চার কোটি ২৭ লাখ ডলারের জরুরি সহযোগিতা চেয়েছেন রাজ্য গভর্নর। গেলো বছর ডিসেম্বরের শেষদিক থেকেই ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে হচ্ছে প্রবল বৃষ্টিপাত।
আরও পড়ুন: ব্যর্থ অভ্যুত্থান গিনি বিসাউয়ে, নিহত অনেক: প্রেসিডেন্ট
ইউএইচ/
 
				
				
				
 
				
				
			


Leave a reply