Site icon Jamuna Television

পাকিস্তান সরকারের কাছে পাবজি নিষিদ্ধের সুপারিশ পুলিশের

ছবি: সংগৃহীত

পাবজি খেলতে বাধা দেয়ায় সম্প্রতি পাকিস্তানের এক কিশোর (১৪) পরিবারের সবাইকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পর দেশটির পুলিশ সরকারের কাছে পাবজি নিষিদ্ধের সুপারিশ করেছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ১৮ জানুয়ারি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে এক নারী, তার ১১ বছরের দুই মেয়ে ও এক ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির মধ্যেই চারটি রক্তাক্ত দেহ পড়েছিল। তবে একই বাড়িতে থাকা ছোটছেলে অক্ষত ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন: পাবজি’র প্রভাবে পুরো পরিবারকে গুলি করে হত্যা করল কিশোর

পুলিশের কাছে ছেলেটি প্রথমে জানায়, নিজের ঘরে সে ঘুমিয়ে ছিল। সকালে উঠে বাড়ির সবাইকে মৃত অবস্থায় দেখতে পায়। কিন্তু কিশোরের কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পায় পুলিশ। পরে পুলিশের জেরার মুখে সে মা ও ভাইবোনদের গুলি করে হত্যার কথা স্বীকার করে।

পুলিশকে ওই কিশোর জানায়, অনলাইনে পাবজি খেলায় আসক্ত ছিল সে। এই নিয়ে মা প্রায়ই তাকে বকাবকি করতেন। ওই দিনও মা তাকে এ নিয়ে ভীষণ বকাবকি করেন। ক্ষুব্ধ হয়ে প্রথমে মা ও পরে পরিবারের বাকিদের গুলি করে হত্যা করে সে।

ঘটনার পর পুলিশ এক বিবৃতিতে জানায়, পাবজি খেলায় আসক্ত ওই কিশোর স্বীকার করেছে যে গেমের প্রভাবে তার মা এবং ভাইবোনদের হত্যা করেছে। সারাদিন অনলাইন গেম খেলার কারণে তার কিছু মানসিক সমস্যা সৃষ্টি হয়েছিল।

/এনএএস

Exit mobile version