Site icon Jamuna Television

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ আরোহী নিহত

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস জয়পুরহাটগামী একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকারের তিন আরোহী নিহত হন।

বুধবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত একজনের বাড়ি জেলার পার্বতীপুরের মধ্যপাড়া এলাকায়। তিনি হালিম সাহার ছেলে হাফিজুর রহমান সাহা (৪০)। বাকি দু’জনের নাম পরিচয় জানা যায়নি।

হিলি রেলওয়ে থানা পুলিশ ফাড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস বিরামপুরের ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা মেট্রো (ক ১১-২৩৩২) একটি প্রাইভেটকার বাধা উপেক্ষা করে হঠাৎ করে রেলক্রসিংয়ের ভিতর ঢুকে পড়ে। এ সময় দ্রুত গতিতে আসা ট্রেনের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান হিলি রেলওয়ে থানা পুলিশ ফাড়ির ইনচার্জ মহিদুল ইসলাম।

/এনএএস

Exit mobile version