Site icon Jamuna Television

ইকুয়েডরে ভয়াবহ ভূমিধস, প্রাণহানি বেড়ে ২২

ছবি: সংগৃহীত

ইকুয়েডরে ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। চলছে উদ্ধারকাজ।

মঙ্গলবার আহত অবস্থায় উদ্ধার হয় ৪৭ জন। কাদামাটির পুরু স্তরের নিচে চাপা পড়ে আছে রাস্তাঘাটসহ অনেক বাড়িঘর। দুই দশকের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।

টানা বৃষ্টির জেরে সোমবার ভয়াবহ ভূমিধস হয় রাজধানী কুইটোর উত্তরাঞ্চলে। পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভূমিতে। বিধ্বস্ত হয় বেশ কয়েকটি বাড়িঘর। উপড়ে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এখনও বর্ষণ অব্যাহত উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায়।

কুইটো শহরের মেয়র জানান, সোমবার ৭৫ হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version