Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি মানতে অনীহা

ছবি: সংগৃহীত

করোনা নিয়ে সাধারণ মানুষের উদাসীনতা কিছুতেই কমছে না। সংক্রমণ ঠেকাতে সরকারের নানা নির্দেশনা থাকলেও রাস্তাঘাটে তা মানতে অনেকের মধ্যেই অনিহা দেখা গেছে।

রাজধানীর বাজার কিংবা অলিগলি; সবখানেই একই পরিস্থিতি। মাস্ক পরা কিংবা দূরত্ব মানার তোয়াক্কাই করছেন না বেশিরভাগ মানুষ। সংক্রমণের চূড়ান্ত পর্যায়েও সরকারের বেধে দেয়া নির্দেশনা মানছেন না তারা।

এদিকে, গণপরিবহনেও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। অনেকেই এখনও ভ্যাকসিন নেননি। এমন পরিস্থিতি সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ইউএইচ/

Exit mobile version