Site icon Jamuna Television

গাজীপুরে হাসান ও খুলনায় মঞ্জু বিএনপির মেয়র প্রার্থী

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। গাজীপুরে হাসান উদ্দিন সরকার ও খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দিয়েছে দলটি।

সোমবার রাতে, বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী নিরপেক্ষ আচরণ করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version