Site icon Jamuna Television

কিডনি হাসপাতালে ডায়ালাইসিস বন্ধ, রোগীর স্বজনদের সড়ক অবরোধ

কিডনি হাসপাতালে ডায়ালাইসিস বন্ধের প্রতিবাদে রোগীর স্বজনদের সড়ক অবরোধ

জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালে ডায়ালাইসিস বন্ধ করার প্রতিবাদে মিরপুর সড়ক অবরোধ করে রেখেছে রোগীর স্বজনরা। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে এই সড়কে।

বুধবার সকালে আগারগাঁওয়ের জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালে হঠাৎ করেই রোগীদের ডায়ালাইসিস বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রোগী ও স্বজনরা সকাল সাড়ে দশটা থেকে বিক্ষোভের শুরু করে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্রুতই আবারও ডায়ালাইসিস শুরু হবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরও শুরু হয়নি ডায়ালাইসিস। হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মিজানুর রহমানের দাবি, এই হাসপাতালে ডায়ালাইসিসের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর অর্থ সংকটের কারণে ডায়ালাইলাইসিস বন্ধ করে দিয়েছে।

হাসপাতালটিতে সরকারি অনুদানে কম মূল্যে নিম্নবিত্ত মানুষরা ডায়ালাইসিস সেবা নেন।

Exit mobile version