Site icon Jamuna Television

রাবি শিক্ষার্থীকে ট্রাকচাপা: ঘাতক চালক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী হিমেলের ঘাতক ট্রাকচালক টিটুকে আটক করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে
টিটুকে আটক করা হয়।

এদিকে, ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন উপাচার্য। সেইসাথে ক্যাম্পাসে সব ধরনের নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার হবিবুর রহমান হলের সামনে মালবাহী ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী হিমেল। আহত হয় আরো একজন। এই খবর ছড়িয়ে পড়লে ৫টি ট্রাকে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিভিন্ন ভবন ভাঙচুরের পাশাপাশি সড়ক অবরোধ করে তারা।

Exit mobile version