Site icon Jamuna Television

শিক্ষাপ্রতিষ্ঠানে আরও দুই সপ্তাহ ছুটি বাড়ছে

দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। পরে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। যদিও পাঠদান কার্যক্রম অল্প পরিসরে চলছিল। প্রতিদিনই সব শ্রেণির ক্লাস হতো না।

এ অবস্থায় সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। যা গত ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এই ছুটি শেষ হওয়ার কথা ৬ ফেব্রুয়ারি। এর আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারি পর্যায়ে আলোচনা শুরু হলে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসে।

Exit mobile version