Site icon Jamuna Television

সাগরে ঝড়ের মাঝে নাটকীয় অভিযানে উদ্ধার ১৮ নাবিক

ছবি: সংগৃহীত

সাগরে শক্তিশালী ঝড়ের মাঝে নাটকীয় অভিযানে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনা কবলিত একটি জাহাজের ১৮ নাবিককে। নেদারল্যান্ডসের এই ঘটনায় হেলিকপ্টার নিয়ে উদ্ধার করা হয় তাদের।

কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (৩১ জানুয়ারি) পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ঝড়ের কবলে পরে জাহাজটি। এ সময় জার্মানি থেকে আমস্টারডামগামী এক তেলবাহী নৌযানের সাথে জাহাজটির সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পানি উঠতে শুরু করে জাহাজটিতে। খবর পেয়ে নাবিকদের প্রাণ রক্ষায় এগিয়ে আসে উদ্ধারকারীদের দল। হেলিকপ্টার নিয়ে চালানো হয় দুঃসাহসিক এক অভিযান। ওপর থেকে দড়ি ফেলে একে একে তুলে নেয়া হয় সব নাবিককে।

আরও পড়ুন: ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক এর সাব-ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও

সাগরে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে বয়ে চলা শক্তিশালী ঝড়ের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের পর কোস্টগার্ড জানায়, ১৮ জন নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে রেকর্ড হলো ৫০০ মাইল লম্বা বিশ্বের দীর্ঘতম বজ্রপাত

Exit mobile version