Site icon Jamuna Television

যমুনা টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রূপগঞ্জে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি বাবুসহ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

প্রধান আসামি আমির হোসেন বাবু জেল হাজতে আছে। অন্য দুই আসামি কামাল সরকার ও আমির হোসেন এখনও পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতকে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় রিমান্ডে থাকাকালীন আসামি বাবু ওই এলাকায় নানা অপরাধকর্ম করার কথা স্বীকার করে। চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ২২ জানুয়ারি সংবাদ সংগ্রহ শেষে অফিসে ফেরার সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলার স্বীকার হন আল আমিন হক। শুরুতে প্রধান আসামি বাবু যমুনা টেলিভিশনের গাড়ির লুকিং গ্লাস হাত দিয়ে ভেঙে দেয়। কারণ জানতে গেলে চড়াও হয় সন্ত্রাসীরা।

Exit mobile version