Site icon Jamuna Television

বিপিএল ফিরছে ঢাকায়, একদিন বিরতির পর কাল থেকে ম্যাচ

ছবি: সংগৃহীত

বিপিএল আবারও ঢাকায় ফিরেছে। একদিনের বিরতি শেষে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আসরের ১৭তম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে সিলেট। বরিশালের বিপক্ষে টানা ২ ম্যাচ হারের তেতো স্বাদ পেয়েছে খুলনা। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ২টি জয় ও ৩টি হার নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে খুলনা। অপর দিকে, টানা হারে জর্জরিত সিলেট সানরাইজার্স ৫ ম্যাচে মাত্র ১ জয় ও ৪ হার নিয়ে অবস্থান করছে টেবিলের তলানিতে।

দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ কুমিল্লা। এদিকে, ভিক্টোরিয়ন্সের হয়ে আগামীকাল মাঠে নামবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তাকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী দল। শেষ দেখায় চট্টগ্রামের বিপক্ষে ৫২ রানে জয় পেয়েছিল তারা। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হার নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে কুমিল্লা। শেষ ম্যাচে বরিশালের কাছে ১৪ রানে হেরে যাওয়া চট্টগ্রাম আছে পয়েন্ট টেবিলের চারে।

আরও পড়ুন: আইপিএল নিলামে বাংলাদেশের ৫ ক্রিকেটার

Exit mobile version