Site icon Jamuna Television

বান্দরবানে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, ট্রাকচালক নিহত

বান্দরবানে ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে ট্রাকচালক নিহত

বান্দরবানের রোয়াংছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে ট্রাকচালক নিহত হয়েছে। এতে বান্দরবান সদরের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ আছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চালভর্তি একটি ট্রাক রুমায় যাচ্ছিলো। পারাপারের সময় বেইলি ব্রিজ ভেঙে ঝিড়িতে পড়ে যায় গাড়িটি। এসময় ট্রাক চালক আব্দুল গফুর ঘটনাস্থলেই নিহত হয়। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দু’পাড়ে আটকা পড়েছে অনেক গাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী আর চালকরা। নিহত ট্রাক চালক সাতকানিয়ার পুরানগড় এলাকার বাসিন্দা।

Exit mobile version