Site icon Jamuna Television

জলবায়ু ঝুঁকি নিয়ন্ত্রণ করা গেলে আরও টেকসই উন্নয়ন সম্ভব: পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি

জলবায়ু ঝুঁকি নিয়ন্ত্রণ করা গেলে আরও টেকসই উন্নয়ন সম্ভব এবং সে ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি নেয়া প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ (২ ফেব্রুয়ারি) বিকেলে উন্নয়ন প্রকল্প প্রণয়নে দুর্যোগ ঝুঁকি যাচাইয়ের জন্য ‘ডিজিটাল প্লাটফর্ম’ উদ্বোধন করে মন্ত্রী এমন তাগিদ দেন। তিনি বলেন, অনেক প্রকল্পই জলবায়ু ঝুঁকি বিবেচনায় নেয়া হয় না। পরে সেই প্রকল্প বাস্তবায়নে সংকট তৈরি হয়। আগে থেকে প্রস্তুতি নেয়া হলে এডিপি বাস্তবায়ন বাড়ানো সম্ভব। আরও বলা হয়, নতুন প্লাটফর্মের মধ্যে যুক্ত করা হয়েছে ওয়েবসাইট, সেখানে দেশের ৬৪ জেলায় বিদ্যমান দুর্যোগ ঝুঁকি বা ১১টি দুর্যোগ হালনাগাদ তথ্য যুক্ত করা হবে। এই বিবেচনায় প্রকল্প বাস্তবায়ন করা হলে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমে আসবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রাকৃতিক দুর্যোগ উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে। সে কারণে টেকসই ও উন্নত ব্যবস্থা থাকা উচিত। কারণ, আগে থেকেই দুর্যোগের তথ্য উপাত্ত পাওয়া গেলে তা প্রকল্প গ্রহণে সহায়ক হবে। তাছাড়া, ঝুঁকি বিবেচনায় নেয়া হলে যথাযথ বাস্তবায়নও সম্ভব।

Exit mobile version