Site icon Jamuna Television

শ্যামপুরে চালানো হলো ডিএসসিসির খাল পরিষ্কার কার্যক্রম

শ্যামপুরে খাল পরিষ্কার কার্যক্রম।

শ্যামপুর দক্ষিণ মোহাম্মদবাগ এলাকায় খাল পরিষ্কার কার্যক্রম চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই এই কার্যক্রম চলানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে খালটি পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। শ্যামপুর, শনিরআখড়া, মাতুয়াইল পর্যন্ত বিস্তৃত খালটির বেশির ভাগ জায়গায় ময়লা আবর্জনার কারণে পানি প্রবাহ ব্যাহত হয়। আর বর্ষা মৌসুমে বিস্তৃত এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে ঘনবসতিপূর্ণ এই এলাকার লাখো মানুষ।

এ বিষয়ে জনদুর্ভোগ লাঘবে সম্মিলিত পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস।

এসজেড/

Exit mobile version