Site icon Jamuna Television

১৬ বছর ধরে একই লটারি নম্বর ব্যবহার করে কোটিপতি

প্রতীকী ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা রাজ্যের বাসিন্দা লোলা অ্যালেন নামে এক নারী ২০০৬ সাল থেকে একই লটারি নম্বর ব্যবহার করে আসলেও অবশেষে দীর্ঘ ১৬ বছর পর তার ভাগ্য খুলে গেছে। ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সানের খবর।

এক দশকেরও বেশি সময় ধরে টানা চেষ্টা করার পর গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তিনি সেই একই নম্বর ব্যবহার করে ৫টি জ্যাকপটে ২ লাখ ৬৪ হাজার ৪১৯ মার্কিন ডলার জিতে নিয়েছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২৮ লাখ টাকার সমমান।

লোলা অ্যালেন বলেন, এক দশকেরও আগে যখন ওই লটারি নর্থ ক্যারোলিনা রাজ্যে প্রথম এসেছিল, তখন থেকেই তিনি এই একই নম্বর ব্যবহার করে আসছেন।

অ্যালেন জানান, শুরু থেকেই একই নম্বর ব্যবহার করে আসছেন তিনি কারণ এটি তার প্রিয় নম্বর। তাই এর মায়া ছাড়তে পারেননি তিনি।

২৭ জানুয়ারি রাতে লটারি জিতে অ্যালেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। পাঁচটি জ্যাকপট জেতা তিনজন ভাগ্যবানের মধ্যে অ্যালেন একজন।

Exit mobile version