Site icon Jamuna Television

বড়সড় অস্ত্রোপচার সুনিল গ্রোভারের, হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত।

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনিল গ্রোভারের বড়সড় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সম্প্রতি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। তবে এখন ভালো আছেন জনপ্রিয় এই কমেডিয়ান।

বুধবার (২ ফেব্রুয়ারি) পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়, হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন সুনিল। এর জেরে গত সপ্তাহে মুম্বাইয়ের এশিয়ান হার্ড ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই অস্ত্রোপচার সম্পন্ন হয় তার। তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন ভালো আছেন সুনিল। দ্রুতই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে তাকে।

উল্লেখ্য, ভারতে জনপ্রিয় কমেডি শাে ‘কমেডি নাইটস উইথ কাপিল’ এবং ‘দ্য কাপিল শর্মা শো’ এর মাধ্যমে ভারতের পাশাপাশি পুরো বিশ্বে জনপ্রিয়তা পান সুনিল। সম্প্রতি সালমান খানের অভিনীত ‘ভারত’ ছবিতেও দেখা গেছে তাকে।

এসজেড/

Exit mobile version