Site icon Jamuna Television

রোগীদের বিক্ষোভ, চমেকে ৬ ঘণ্টা পর কিডনি ডায়ালাইসিস আবার শুরু

চমেকে ৬ ঘণ্টা পর কিডনি ডায়ালাইসিস আবার শুরু

চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রোগীদের বিক্ষোভের মুখে শুরু হয় কিডনি ডায়ালাইসিস। সরকারি তহবিল সঙ্কটের কথা বলে ডায়ালাইসিস বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েন রোগীরা। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা অবস্থান নেয় হাসপাতালের গেটে।

পিপিপির ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেন্টার পরিচালনা করে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস। ডায়ালাইসিসের জন্য টাকার একটা অংশ দেয় রোগী, বাকিটা দেয় সরকার। কিন্তু সরকারি ভাগের কয়েক কোটি টাকা বকেয়া পড়ায় গত ৫ জানুয়ারি ডায়ালাইসিস বন্ধ করলে রোগীদের বিক্ষোভের মুখে আবার শুরু হয়। একমাস পর বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবার বন্ধ করায় তৈরি হয় উত্তেজনা।

চট্টগ্রামে ৩১ শয্যার এই কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু হয় ২০১৭ সালের ৫ মার্চ।

Exit mobile version