Site icon Jamuna Television

ছাত্রকে বিয়ে করায় শিক্ষিকার বিরুদ্ধে ধর্ষণের মামলা প্রত্যাহার

অভিযুক্ত শিক্ষিকা, ছবি: সংগৃহীত

ছাত্রকে ধর্ষণের অভিযোগ ছিল স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। তবে যে ছাত্রকে ধর্ষণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তাকে বিয়ে করায় ওই শিক্ষিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিয়ে করেছেন তারা দু’জন। এরপরই বাইলি টার্নার (২৬) নামের ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্রের মিশৌরির সরকারি কৌঁসুলিরা।

২০১৯ সালে নিজের বাসায় ওই ছাত্রকে ধর্ষণ করেন বাইলি। এ ঘটনায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। তবে সম্প্রতি এই দু’জন বিয়ে করায় বাইলির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়। এ মামলায় সহকারী সরকারি কৌঁসুলি ন্যাট ডালি বলেন, ওই ছাত্র যদি সাক্ষ্য না দেয় তাহলে বাইলির বিচার করা কঠিন হয়ে দাঁড়াবে। তবে এই দু’জন কবে বিয়ে করেছে তা জানা যায়নি। আর ভুক্তভোগী ছাত্রের বয়সও জানা যায়নি।

আরও পড়ুন: ১৬ বছর ধরে একই লটারি নম্বর ব্যবহার করে কোটিপতি

প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হন বাইলি। এরপর সারকোক্সি হাইস্কুল থেকে পদত্যাগ করেন তিনি। তার শিক্ষকতার লাইসেন্সও জমা দিয়েছেন বাইলি।

/এনএএস

Exit mobile version