Site icon Jamuna Television

অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

ছবি: সংগৃহীত

আসরের ২য় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার যুব দলকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা ২য় বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ভারতের যুবাদের করা ৫ উইকেটে ২৯০ রানের জবাবে ১৯৫ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আঙ্গকৃশের উইকেট হারায় ভারত। এরপর আরেক ওপেনার হারনুর সিংও ফেরেন দলীয় ৩৬ রানে। তবে ২য় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। সাইক রাশিদকে সাথে নিয়ে অধিনায়ক ইয়াস ঢুল ২০৪ রানের জুটি গড়লে বড় সংগ্রহের ভিত পায় ভারত। ঢুল ১১০ আর সাইক খেলেন ৯৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৯০ রানে থামে ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে অস্ট্রেলিয়ার যুবারা। মিডল অর্ডারে লাচিন শ’র ৫১ রান আর কোরে মিলারের ৩৮ রান ছাড়া বাকিরা ছিলেন ব্যর্থ। ভারতের হয়ে ভিকি ৩টি আর নিশান্ত ও রাভি নিয়েছেন ২টি করে উইকেট।

ইউএইচ/

Exit mobile version