Site icon Jamuna Television

কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার সকালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে তারা। এদিকে, এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে আন্দোলনে নামে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের উত্তরপাশের সড়ক অবরোধ করে আন্দোলনে নামে। সকাল সাড়ে ১১টা থেকে সড়ক অবোরোধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিকে প্রগতি স্মরণিতে বসুন্ধরা গেটের সামনের সড়ক অবরোধ করেছে নর্থ সাউথ ও ইউআইইউ’র শিক্ষার্থীরা। অন্যদিকে, সোবহানবাগে ডেফডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version