Site icon Jamuna Television

বাড়লো করোনা বিধিনিষেধ, প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত বিধিনিষেধ আরও ২ সপ্তাহ বাড়ানো হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বিক কার্যাবলি ও চলাচলে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উন্মুক্ত স্থান ও ভবনের অভ্যন্তরে কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে সবাইকে টিকা কার্ড এবং পিসিআর টেস্টের সার্টিফিকেট আনতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনীকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

Exit mobile version