Site icon Jamuna Television

কোয়ারেন্টাইন বিধিমালা শিথিল ও সীমান্ত খোলার ঘোষণা দিলো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

কোয়ারেন্টাইন বিধিমালা শিথিলের পাশাপাশি সীমান্ত পুনরায় খুলে দিতে যাচ্ছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এই ঘোষণাটি দেন।

কঠোর করোনা বিধিমালা মানা দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিউজিল্যান্ড। দেশটিতে প্রবেশের পর ১০ দিন সামরিক নজরদারিতে থাকতে হতো কোয়ারেন্টাইনে। বর্তমানে প্রতিবেশী অস্ট্রেলিয়া থেকে ফেরত আসা টিকাগ্রহীতাদের মানতে হবে না এই নিয়ম। ফেব্রুয়ারির শেষ নাগাদ কার্যকর হবে এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: ভারতে কমছে করোনার ভয়াবহতা

তবে, অন্যান্য দেশ থেকে নিউজিল্যান্ডে প্রবেশের পর একসপ্তাহ বাড়িতেই পালন করতে হবে আইসোলেশন। এই বিধিমালা শুরু হবে মধ্য মার্চ থেকে। অবশ্য, অক্টোবরের আগে এই সুযোগ পাচ্ছেন না পর্যটকরা। যারা এখনও টিকা গ্রহণ করেননি, তাদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে।

আরও পড়ুন: ছাত্রকে বিয়ে করায় শিক্ষিকার বিরুদ্ধে ধর্ষণের মামলা প্রত্যাহার

Exit mobile version