Site icon Jamuna Television

নরসিংদীতে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাস স্ট্যান্ডের পাশ থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাস স্ট্যান্ডের পাশে একটি ঝোপ থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দু’টি উদ্ধার করা হয়। মরদেহ দুইটির নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের শ্রীফুলিয়া বাস স্ট্যান্ডের পাশে একটি ঝোপের মধ্যে দু’টি বস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পায় তারা। পরে শিবপুর থানা পুলিশকে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, শ্রীফুলিয়া বাস স্ট্যান্ডের পাশ থেকে দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহের সাথে একটি ওড়না ও বিছানার চাদর পাওয়া গেছে। তাদেরকে দূরে কোথাও থেকে মেরে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version