Site icon Jamuna Television

ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে খুন: ৬ জনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বাঘায় ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে হত্যা মামলার রায়ে ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার রায় ঘোষণা করা হয়। ঘোষিত রায়ে বলা হয়, আসামি মিন্টু, রানা, পানা, আরিফ, শরীফ ও আরজেদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের এই সশ্রম দণ্ড। সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলায় মোট ২৫ আসামির মধ্যে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। বাকি ৪ আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের মামলা চলবে জুভেনিল বা শিশুকিশোর আদালতে।

২০২০ সালের ১৪ জানুয়ারি বাঘার সুলতানপুর গ্রামের নাজমুল হোসেন তার স্কুলপড়ুয়া ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। দু’বছর পর মামলার এই রায় ঘোষণা করা হলো।

ইউএইচ/

Exit mobile version