Site icon Jamuna Television

মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হতে পারে চলতি মাসেই

চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হতে পারে। এই তথ্য জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহিদুল আলম। তিনি বলেন, এবার শ্রমিক যাবেন অল্প খরচে। তবে এখনও কোনো চাহিদাপত্র আসেনি বলেও জানান তিনি। আর তাই আগাম কাউকে টাকা না দেওয়ার পরামর্শ তার।

গত মাসে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছিলেন, সমঝোতা চুক্তি হলেও মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। তাই কর্মীদের কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছিলেন তিনিও।

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ায় কর্মী প্রেরণে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি হয় ডিসেম্বরে। অভিযোগ রয়েছে, এরই মধ্যে দেশটিতে কর্মী প্রেরণের নামে অর্থ লেনদেন শুরু করেছে একটি চক্র। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন, দালালদের কাছে টাকা দিয়ে এবার মালয়েশিয়া যাওয়া যাবে না। সবকিছু চূড়ান্ত হলে কত টাকা লাগবে এবং কোথায় যোগাযোগ করতে হবে তা জানানো হবে।

মন্ত্রী আরও বলেন, সমঝোতা চুক্তি অনুযায়ী, কর্মী নেয়ার ব্যয় বহন করবে নিয়োগকারী। কর্মীর কত টাকা লাগবে তা ঠিক করে দেবে সরকার। এর বেশি নিলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী।

মালয়েশিয়া কর্মী প্রেরণে এজেন্সির সংখ্যা নিয়ে যে গুজব ছড়ানো যাচ্ছে তা সত্য নয় বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। নিয়োগকারীরা কোন এজেন্সি থেকে লোক নেবে এটি তাদের বিষয়। সবকিছু ঠিক থাকলে সব এজেন্সির বৈধ চাহিদাপত্র দূতাবাস সত্যায়ন করবে বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version