Site icon Jamuna Television

দুর্গম পাহাড়ের গোপন অস্ত্র কারখানায় র‍্যাবের অভিযান

কক্সবাজারের পেকুয়ায় দুর্গম পাহাড়ে মিললো অস্ত্র তৈরির গোপন কারখানা। মধ্যরাতে হানা দিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামসহ ৩ কারিগরকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব ৭। তবে পালিয়েছে মূল হোতা হামিদ। র‍্যাবের দাবি, এ কারখানায় অস্ত্র তৈরি ও বেচাকেনা হতো। এছাড়াও চলতো নানা অপকর্ম।

কক্সবাজারে সীমান্তবর্তী পেকুয়ায় দুর্গম টইটং ইউনিয়নের ৭০০ ফুট উচ্চতার পাহাড় চূড়ায় অস্ত্র তৈরির এ কারখানা গড়ে তুলেছেন আবদুল হামিদ নামে এক ব্যক্তি। এর আগে গ্রেফতার জলদস্যু সর্দার কবির আহমদকে জিজ্ঞাসাবাদে এ কারখানার ব্যাপারে তথ্য পায় র‍্যাব।

কারখানায় পাওয়া যায় ৮টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। অস্ত্র তৈরির ৩ কারিগর গ্রেফতার হলেও মূল হোতা হামিদকে ধরা যায়নি বলে জানান র‍্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। র‍্যাব অধিনায়ক জানালেন, দেশের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করতেন হামিদ। নির্বাচনের সময় অস্ত্র ভাড়াও দিতেন হামিদের সহযোগীরা।

হামিদের এই ডেরায় ধর্ষণ, মাদক সেবন, চাঁদা না দিলে ব্যবসায়ীদের ধরে এনে নির্যাতনসহ নানা অপকর্ম চলতো বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

/এডব্লিউ

Exit mobile version