
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান পেসার সুরঙ্গা লাকমল। আসন্ন ভারত সফর শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। সেই সাথে ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের হয়ে দুই বছরের চুক্তি সম্পন্ন করেছেন এই ৩৪ বছর বয়সী ক্রিকেটার। আনুষ্ঠানিক বিবৃতিতে লাকমলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
শ্রীলঙ্কা ক্রিকেটকে দেয়া অবসরের চিঠিতে লাকমল বলেন, আমাকে ভরসা করে সুযোগ দেয়ার জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ থাকবো। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা ছিল দারুণ এক সম্মানের ব্যাপার। এর মাধ্যমে আমার পেশাগত ও ব্যক্তিগত জীবন দারুণভাবে উপকৃত হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় স্কোয়াডের ৭ জন করোনায় আক্রান্ত
২০০৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় লাকমলের। এরপর টেস্ট ও টি-টোয়েন্টির মঞ্চে অভিষেক হয় তার। এর মধ্যে সবচেয়ে সফল হয়েছেন তিনি সাদা পোশাকে। টেস্টে ৬৮ ম্যাচে নেয়া ১৬৮ উইকেটের মাঝে ১৩০টিই তিনি নিয়েছেন দেশের বাইরে। সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে ২৮৫ উইকেট নিয়েছেন লাকমল। দলকে নেতৃত্বও দিয়েছেন এই পেসার। আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হবে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply