Site icon Jamuna Television

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন

চট্টগ্রামের একটি বাসায় গ্যাসেরসিলিন্ডার বিস্ফোরণে সাবরিনা ও সামিয়া নামের দুই বোন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর বাকলিয়ায় রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন দুই বোন। স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত দুই বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের একজন বিশ্ববিদ্যালয়, ও অন্যজন কলেজপড়ুয়া শিক্ষার্থী।

/এডব্লিউ

Exit mobile version