Site icon Jamuna Television

জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

ছবি: সংগৃহীত

ব্রহ্মা এবং উড়ান নামের অত্যাধুনিক দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত।

গত বুধবার (২ ফেব্রুয়ারি) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় মিসাইলগুলো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে সুপারসনিক ক্রুজ মিসাইল যুক্ত হলো বহরে। ব্রহ্মা ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য হলো, এটি যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। সেই সাথে, সর্বোচ্চ ২০০ কেজি ওয়ারহেড বহন করতেও সক্ষম এটি। ঘণ্টায় সাড়ে ৪ হাজার কিলোমিটার গতিবেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন: ‘বদল বা ফেরতযোগ্য নয়’, স্বামীকে নিলাম করতে বিজ্ঞাপন দিলেন নারী!

আন্দামান ও নিকোবর কমান্ড টুইট করে বলেছে, আন্দামান নিকোবর কমান্ড নোভাল কম্পোনেন্টের মাধ্যমে ব্রহ্মা ও উড়ান নামে জাহাজ বিধ্বংসী দুটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়েছে। এই পদক্ষেপ ভারতের দ্বীপগুলির প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন: ভারতে কমছে করোনার ভয়াবহতা

Exit mobile version