Site icon Jamuna Television

মাদারীপুরে পুকুরে দুর্বৃত্তের দেয়া বিষে মারা গেল ১৫ লক্ষ টাকার মাছ

স্টাফ রিপোর্টার:

মাদারীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলগাছিয়া এলাকার কবির মাতুব্বরের পুকুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার সুনীল বাড়ৈ এর পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করেন কবির মাতুব্বর। সেই পুকুরে কয়েক লাখ টাকার রুই, কাতল, বোয়াল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন তিনি। আগামী সপ্তাহে মাছগুলো ধরে বাজারে বিক্রি করার কথা ছিলো। কিন্তু তার আগেই একদল দুর্বৃত্ত পুকুরে বিষ প্রয়োগ করে।



ভুক্তভোগী কবির মাতুব্বর জানান, বৃহস্পতিবার সকালে ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে উঠতে শুরু করে। পূর্বশক্রতার জেরেই এ ঘটনা ঘটানো হয়েছে। আমি ক্ষতিপূরণের পাশাপাশি এ অন্যায়ের বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুকুরে অসংখ্য মাছ ভাসছে। কিছু মাছ ধরে পুকুরপাড়ে রাখা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্থরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এসএইচ

Exit mobile version