Site icon Jamuna Television

মারা গেছেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহ উদ্দিন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন মারা গেছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বায়তুল মোকাররমের খতিব হওয়ার আগে ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

Exit mobile version