Site icon Jamuna Television

সাদা ঘোড়ায় চেপে নতুন বিতর্ক তৈরি করলেন কিম জং উন (ভিডিও)

উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন একটি সাদা ঘোড়ায় চেপে জঙ্গলের মধ্য দিয়ে ছুটছেন, এমন দৃশ্য দেখা গেছে দ্য গ্রেট ইয়ার অফ ভিকটরি-২০২১ নামের একটি ফিচার ফিল্মে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক উপেক্ষা করে কিমের নেতৃত্বে দেশটির ছুটে চলার কথাই প্রকাশ করা হয়েছে ওই ভিডিওতে। খবর স্কাই নিউজের।

ইতোমধ্যে রেকর্ড সাতটি দূরপাল্লার ও হাইপারসনিক মিসাইল পরীক্ষার মাধ্যমে নতুন বছর শুরু করেছে পিয়ংইয়ং। এ কারণে কিম জং উন দূরপাল্লার অথবা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে।

চলতি সপ্তাহে প্রকাশিত উত্তর কোরিয়া সরকার কর্তৃক প্রচারিত এক তথ্যচিত্রে দেখানো হয়,বছরের পর বছর ধরে চলে আসা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং করোনা মহামারির কারণে উত্তর কোরিয়ার ধুঁকতে থাকা বিপর্যস্ত অর্থনীতিকে দাঁড় করাতে কিমের লড়াই। সমগ্র তথ্যচিত্র জুড়ে দেখানো হয়েছে কিমের সাদা ঘোড়ায় চড়ে জঙ্গলে ছুটে চলার দৃশ্য। উত্তর কোরিয়ায় সাদা ঘোড়ায় চড়ে বেড়ানোকে কিম পরিবারের রাজকীয় শাসনের প্রধান প্রতীক হিসাবে দেখা হয়।

কিম জং উনের ঘোড়ায় চড়ার ভিডিও দেখুন এখানে

ওয়াশিংটনভিত্তিক স্টিমসন সেন্টারের অনাবাসিক ফেলো র‍্যাচেল মিনইয়ং লি তথ্যচিত্রটি সম্পর্কে বলেন, ঘোড়ায় চড়ার থিম মানুষের জন্য কিম জং উনের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাকে তুলে ধরতে বেছে নেয়া হয়ে থাকতে পারে। আর ঘোড়ার দৃশ্যে আমাদের খুব বেশি মনোযোগ দেয়া উচিত হবে না বলে আমি মনে করি। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পরীক্ষার পরিকল্পনার সাথে এর সম্পর্কও করা উচিত হবে না।

ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু জিন বলেন, কিম জং উনকে মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা এটি। তারা কিমকে এমন একজন নেতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছেন, যিনি জনগণকে ভালোবাসেন এবং যিনি প্রায়ই জনগণের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়েন।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের ৮০তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। আগামী ১৬ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া জুড়ে তার জন্মদিন পালিত হবে। পাশাপাশি আগামী এপ্রিলে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের শততম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতিও নিচ্ছে উত্তর কোরিয়াবাসী।


/এসএইচ

Exit mobile version