Site icon Jamuna Television

তালেবানের বিরুদ্ধে নারী অধিকারকর্মীদের অপহরণের অভিযোগ

ছবি: সংগৃহীত

তালেবানের বিরুদ্ধে এবার নারী অধিকারকর্মীদের অপহরণ করার অভিযোগ উঠেছে। গত কয়েক সপ্তাহে দেশটিতে অন্তত ৬ জন নারী অধিকারকর্মী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত কয়েক সপ্তাহে এ নিয়ে ৬ জন নারী অধিকারকর্মী নিখোঁজ হয়েছেন আফগানিস্তানে। সর্বশেষ বুধবার (২ ফেব্রুয়ারি) নিখোঁজ হয়েছেন মুরসাল আয়ার নামে এক অধিকারকর্মী। ওই দিন কাবুলে আফগান নারীদের শিক্ষা ও কর্মস্থলে যোগ দেয়ার অধিকারের দাবিতে মিছিলে অংশ নেয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে মুরসালের পরিবার।

আর মুরসাল আয়ারের আগে যারা নিখোঁজ হয়েছেন, তারা হলেন— পারওয়ানা ইব্রাহিমখাইল, তামান্না পারিয়ানি ও তার তিন বোন জারমিনা, শাফিকা ও কারিমা।

গত ১৬ জানুয়ারি শিক্ষা, কর্মক্ষেত্র ও রাজনৈতিক কার্যক্রমে আফগান নারীদের প্রবেশাধিকারের দাবিতে কাবুলে বড় একটি প্রতিবাদী মিছিল হয়েছিল। সেই মিছিলের অন্যতম সংগঠক ছিলেন পারওয়ানা ইব্রাহিমখাইল ও তামান্না পারিয়ানি। তার পরের দিনই ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তামান্না। সেখানে দেখা যায়, কয়েকজন সশস্ত্র তালেবান তাদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করছে। ভিডিওর শেষ দিকে তামান্না বলেছিলেন, আমাদের বাঁচান, তালেবান আমাদের ঘরে প্রবেশ করছে। তারপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যায়নি তামান্না ও তার তিন বোনের।

তালেবান কর্তৃপক্ষ এ অভিযোগ সরাসরি স্বীকার করেনি। মুরসাল আয়ারের নিখোঁজ হওয়ার পর অন্যতম তালেবান মুখপাত্র বিলাল কারিমি বলেন, এটি সাম্প্রতিক ঘটনা, আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।

এদিকে, আফগানিস্তানে একের পর এক নারী অধিকারকর্মী নিখোঁজ হওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। এক বিবৃতিতে কমিশনের মুখপাত্র রাভিনা শ্যামদাসানি বলেন, নিখোঁজ নারীদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।


/এসএইচ

Exit mobile version