Site icon Jamuna Television

অর্ধেক জনবল নিয়ে ব্যাংক চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সকল প্রতিষ্ঠানে অর্ধেক জনবল দিয়ে কার্যক্রম পরিচালনায় সরকারের দেয়া নির্দেশনার সময় বেড়েছে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই ব্যাংকগুলোকেও ওইদিন পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। তাই এই নির্দেশনা কার্যকর হবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। গত ২৪ জানুয়ারি থেকে এমন নির্দেশনায় চলছে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা দেয়া হয়েছে। তবে ঠিক কত শতাংশ কর্মকর্তা নিয়ে কার্যক্রম চলবে, ব্যাংকগুলো তা নিজেরাই ঠিক করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Exit mobile version