Site icon Jamuna Television

সিনেমার জন্য গান লিখেছেন অধ্যাপক জাফর ইকবাল

লেখক ও অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল প্রথমবারের মতো সিনেমার জন্য গান লিখেছেন। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য তিনি গান লেখেন। গানের কথা হলো, ‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’।

জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনেই নির্মিত হচ্ছে সিনেমাটি। আর তা পরিচালনা করছেন রায়হান জু‌য়েল। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চলচ্চিত্রটির নির্মাতা সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাফর ইকবালের গান লেখার তথ্যটি জানিয়েছে।

গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর এতে কণ্ঠ দিয়েছেন ১০ জন শিশু শিল্পী। অভিনয় করেছেন নায়িকা পরীমণি ও নায়ক সিয়াম আহমেদ। আগামী মার্চ মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়ার কথা রয়েছে।

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

Exit mobile version