Site icon Jamuna Television

মারিয়া নূরের ১১ বছরের সংসারজীবনে নতুন অতিথি আসছে

১১ বছরের সংসারজীবনে নতুন অতিথি আসছে জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মারিয়া নূরের ঘরে। স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রাখা একটি ছবি বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এই সংবাদ জানিয়েছেন তিনি।

ফেসবুকে মারিয়া নূরের পোস্ট করা ছবি।

ছবিটির ক্যাপশনে মারিয়া লেখেন, ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হলো। আমি মা হচ্ছি।’

উল্লেখ্য, সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূরের বিয়ে হয় ২০১১ সালের ১৫ জুন।

মারিয়া নূর সর্বশেষ ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো উপস্থাপনা করেছেন। অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব সিনেমায়।

Exit mobile version