Site icon Jamuna Television

কোপা দেলরে থেকে ছিটকে গেলো রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালেই কোপা দেলরে থেকে ছিটকে গেলো রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের ১-০ গোলে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছেছে অ্যাথলেটিক বিলবাও।

ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাকে ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদের ডেরায় একের পর এক আক্রমণ করতে থাকে বিলবাও। কখনো গোলরক্ষক কোরতোয়া আবার কখনো এলডার মিলিতাও হন লস ব্লাঙ্কোসদের ত্রাতা।

দ্বিতীয়ার্ধে নিজেদের ডি বক্সের ভেতর স্বাগতিক স্ট্রাইকার ইনাকি উইলিয়ামসের হাতে বল লাগলেও এড়িয়ে যায় রেফারির চোখ। পেনাল্টি বঞ্চিত হয় রিয়াল। ৮১ মিনিটে সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়। গোলরক্ষকের সাথে ওয়ান টু ওয়ানে গোল করতে ব্যর্থ হন রিয়ালের ক্যাসেমিরো।

তবে ভুল করেনি বিলবাও উইঙ্গার আলেজান্দ্রো বেরেঙ্গুয়ের। ৮৯ মিনিটে এই স্প্যানিশের গোলে ১-০র জয়ে সেমির টিকিট পেলো অ্যাথলেটিক বিলবাও।

/এনএএস

Exit mobile version