Site icon Jamuna Television

নিজেকে নবী দাবি করা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

ছবি: সংগৃহীত

নিজেকে নবী দাবি করায় লেবাননের এক ব্যক্তিতে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। লিবিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, নিজেকে নবী দাবি করা ওই ব্যক্তিকে সোমবার (৩১ জানুয়ারি) লেবাননের রাজধানী বৈরুত থেকে গ্রেফতার করা হয়েছে।

লেবানিজ ওই ব্যক্তির নাম নাশাত মুন্থার। নাশাত তার সোশ্যাল মিডিয়া পেজে নিজেকে ‘নবী নাশাত মাজদ নুর’ বলে উল্লেখ করেন। তিনি নিজেকে আল্লাহর পাঠানো নবী বলে দাবি করেন। নাশাতের দাবি, তার অনুসারীরা তার ভেতর ‘আলো’র উপস্থিতি পেয়েছে। মিশরের টুইটার ব্যবহারকারীরা এই ব্যক্তিকে শোরগোল শুরু করার পর তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কোভিডে মৃত্যুবরণকারীদের স্মরণে ব্রাজিলে অন্যরকম আয়োজন

দেশটির স্টেট সিকিউরিটি অধিদফতর নাশাতকে বেশ কয়েকটি অভিযোগে গ্রেফতার করেছে। নিজেকে নবী দাবি করা, সাংবাদিকদের হুমকি দেয়া এবং ‘বন্ধু রাষ্ট্র’ মিশরের অসম্মান করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে এখন তদন্ত করা হচ্ছে।

/এনএএস

Exit mobile version