Site icon Jamuna Television

করোনায় বিশ্বে আরও ১২ হাজার মৃত্যু

ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বগতি। নতুন করে মৃত্যুর সংখ্যা বেড়েছে ভারত, ব্রাজিল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স।

গত একদিনে বিশ্বে নতুন করে ১২ হাজার ৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৯৭ হাজার ৬৪৫ জন। এতে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৩৮ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ২৪৩ এবং ৫৭ লাখ ১৯ হাজার ৩২৬ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ লাখ ৬০ হাজার ৭২০ জন। এ নিয়ে এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩০ কোটি ৫২ লাখ ৯০ হাজার ৬৪৪ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৫শ’ অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে-যুক্তরাষ্ট্র ২৯৯৪, ভারত ৯৯১, ব্রাজিল ৯৪৬, যুক্তরাজ্য ৫৩৪, রাশিয়া ৬৭৮ এবং মেক্সিকো ৮২৯ জন।

এছাড়া গত একদিনে শনাক্তের দিক দিয়ে লাখ অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জার্মানি, তুরস্ক ও ইতালি।

/এনএএস

Exit mobile version