Site icon Jamuna Television

আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে সালাহ’র মিশর

ছবি: সংগৃহীত

আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে উঠেছে মিশর। টাইব্রেকারে স্বাগতিক ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মোহাম্মদ সালাহ’র দল মিশর।

দ্বিতীয় সেমিফাইনাল ছিল আক্রমণে ভরপুর। কিন্তু গোল আদায়ে ব্যর্থ হয় দুই দল। ৯০ মিনিটে গোলশূন্য স্কোর লাইন থাকায়, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্ত সেই ত্রিশ মিনিটেও গোল করতে ব্যর্থ হয় দল দু’টি।

আরও পড়ুন: কোপা দেলরে থেকে ছিটকে গেলো রিয়াল মাদ্রিদ

টাইব্রেকারে দুর্দান্ত পারফর্ম করেন মিশরের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক মোহাম্মদ আবু গাবাল। ক্যামেরুনের দু’টি শট এই গোলরক্ষক রুখে দিলে ৩-১ এর জয়ে ফাইনালে পৌঁছে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়নরা।

রোববারের (৫ ফেব্রুয়ারির) ফাইনালে লড়বে লিভারপুলের দুই সতীর্থ, সালাহর মিশর ও সাদিও মানের সেনেগাল।

/এনএএস

Exit mobile version