Site icon Jamuna Television

সিটবেল্টজনিত ত্রুটি, ৮ লাখের বেশি গাড়ি তুলে নিচ্ছে টেসলা

সংগৃহীত ছবি

সিটবেল্টজনিত ত্রুটির জেরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৮ লাখ ১৭ হাজার গাড়ি তুলে নিচ্ছে টেসলা। রয়টার্সের খবর।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানটি।

তুলে নিতে যাওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে বাজারে আনা বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের গাড়ি। মার্কিন সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার অভিযোগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।

অভিযোগ উঠেছে, গাড়ি চলা ও থামার সময় ঠিকঠাক সাড়া দেয় না সিটবেল্ট রিমাইন্ডার। ফলে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখমের আশঙ্কা সংস্থাটির। তবে টেসলার দাবি, এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পায়নি তারা। ফেব্রুয়ারি মাসেই একটি সফটওয়্যার স্থাপনের মাধ্যমে সমস্যা সমাধানের আশাবাদ তাদের। এর আগে ক্যামেরা ও ট্রাংকে সমস্যার কারণে বাজার থেকে পৌনে ৫ লাখ ইলেক্ট্রিক গাড়ি তুলে নেয় কোম্পানিটি।

Exit mobile version