Site icon Jamuna Television

দূষণে ঢাকাকেও ছাড়িয়েছে গাজীপুর, নেপথ্যে কোন কারণ?

ধুলার রাজ্য গাজীপুর।

দেশের ৬৪ জেলার মধ্যে এখন দূষণে সবচেয়ে শীর্ষে আছে গাজীপুর। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দেশের সব জেলার বায়ুমান পর্যালোচনা করে গাজীপুরে সবচেয়ে বেশি দূষণ পাওয়ার তথ্য দিয়েছে বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র।

মূলত, ধুলোর এই রাজ্যের শুরুটা রাজধানীর আব্দুল্লাহপুর থেকেই। এরপর টঙ্গী-বোর্ডবাজার-চৌরাস্তা হয়ে যতো সামনে যাওয়া যায়, ততই বাড়বে ধুলোর ভোগান্তি। গাজীপুরের মহাসড়কে দীর্ঘদিন ধরেই চলছে উন্নয়ন কাজ। শহরের ভেতরের বেশিরভাগ সড়কও সংস্কার হচ্ছে। নির্মাণকাজের ইটসুরকি ও বালু সড়কের পাশেই ফেলে রাখছে কর্তৃপক্ষ। এ থেকেই ধুলোর মূল উৎপত্তি।

শিল্পনগরী গাজীপুরে কলকারখানার পাশাপাশি যানবাহনের কালোধোঁয়াও বায়ুদূষণ ঘটাচ্ছে প্রতিনিয়ত। সাথে ইটভাটাও ফেলছে নেতিবাচক প্রভাব। ময়লা-আবর্জনায় ভরা ড্রেনও দূষণ বাড়াতে ভূমিকা রাখছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাইও। সবমিলিয়ে এখন ভোগান্তিতে অতিষ্ঠ গাজীপুরবাসী। এর কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

এসজেড/

Exit mobile version