Site icon Jamuna Television

বিচারপতি নাজমুল আহাসানের প্রথম জানাজা সম্পন্ন

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান

বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নাজমুল আহসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত ৮টায় বরিশাল মুসলিম কবরস্থানে দ্বিতীয় দফা জানাজা শেষে তার দাফনের কথা রয়েছে।

শুক্রবার ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি নাজমুল আহসান।

চিকিৎসকরা জানান, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিএসএমএমইউতে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অন্যান্য জটিলতায়ও বেড়ে যায় নাজমুল আহসানের। গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। তবে তার সাথে নিয়োগ পাওয়া অপর তিন বিচারপতি শপথ গ্রহণ করলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি তিনি। সুস্থ হয়েই শপথ নেয়ার কথা ছিল সদ্যপ্রয়াত এই বিচারপতির।

Exit mobile version