Site icon Jamuna Television

মেশিনে চুল জড়িয়ে খুলি উঠে গর্ভবতী তরুণীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মেশিনের সাথে চুল লেগে মাথার খুলির অংশ উঠে এলো এক তরুণীর। এতেই মৃত্যু হয় ২১ বছর বয়সী গর্ভবতী ওই তরুণীর। একটি কারখানায় চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে মেশিনের সাথে চুল আটকে যায় ওই তরুণীর। এরপরই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বেলারুশ ওই তরুণীর নাম উমিদা নামারোভা। তিনি সাত সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। বৈদ্যুতিক পণ্য উৎপাদন করে এমন একটি কারখানায় চাকরির আবেদন করেছিলেন তিনি।

জানা গেছে, তাকে কারখানা ঘুরিয়ে দেখানো হচ্ছিল। এসময় একটি ইন্ডাস্ট্রিয়াল মেশিনের সাথে তার চুল আটকে যায়। উমিদার মা ওলেগা বলেন, চুল তার ঘাড়ের চারপাশে জড়িয়ে যায় এবং মেশিন তাকে টেনে নেয়।

আরও পড়ুন: তিন বছরের বাচ্চাকে ভালুকের খাঁচায় ফেলে দিলো মা!

তিনি আরও বলেন, এসময় মেয়েটির মাথার খুলির অংশ উঠে আসে। যদি খুলির অংশ উঠে না আসত তাহলে মেশিনের সাথেই আটকে থাকতেন উমিদা। তবে এরপরও বেঁচে ছিলেন উমিদা এবং জ্ঞান ফিরেছিল তার। তবে আঘাতের কারণে পরে মৃত্যু হয় উমিদার।

উমিদার বাবা দিমিত্রি বলেন, তারা দু’টি জীবন কেড়ে নিয়েছে। উমিদা সাত সপ্তাহের গর্ভবতী ছিল। তারা লম্বা চুল দেখতে পেয়েছে, তারপরও মাথা ঢাকার জন্য কেন তাকে কিছু দেয়নি?

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু করেছে বেলারুশের কর্তৃপক্ষ। আর ওই তরুণীর শেষকৃত্য করার জন্য অর্থ দিয়েছে কারখানা।

/এনএএস

Exit mobile version