Site icon Jamuna Television

আন্তর্জাতিক স্বীকৃতির খুব কাছে তালেবান: আফগান পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত।

ক্ষমতা গ্রহণের ছয়মাস পার হলেও বিশ্বের কোনো দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে দেশটির বর্তমান শাসক গোষ্ঠী স্বীকৃতি পাওয়ার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি। সম্প্রতি সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর ফ্রান্স২৪ এর।

সাক্ষাৎকারে নরওয়ের অসলোতে পশ্চিমা শক্তিগুলোর সাথে আলোচনা শেষে ফিরে এ সাক্ষাৎকার দেন তিনি। সেখানে আমির খান মুত্তাকি বলেন, আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি। বিদেশি শক্তিগুলো আমাদের সাথে আলাপ চালিয়ে যেতে চাইছে। আমরাও আলোচনা অব্যহত রেখেছি। সুতরাং এটিই ইঙ্গিত দেয় আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে।

তিনি আরও বলেন, স্বীকৃতি আমাদের অধিকার, আফগানদের অধিকার। এ অধিকার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের রাজনৈতিক সংগ্রাম ও প্রচেষ্টা চালিয়ে যাবো।

দূতাবাসের বিষয়ে আমির জানান, এরই মধ্যে বেশ কয়েকটি দেশ আফগানিস্তানে দূতাবাসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিগিগরই আরও দেশ দূতাবাস খুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসজেড/

Exit mobile version