Site icon Jamuna Television

১০৫ ফুট গভীর কুয়ায় পড়লো শিশু, চলছে রুদ্ধশ্বাস অভিযান

ছবি: সংগৃহীত

১০৫ ফুট গভীর কুয়ায় পড়ে যাওয়া শিশুকে উদ্ধারে তিন দিনব্যাপী রুদ্ধশ্বাস অভিযান চলছে মরক্কোয়। বুধবার পূর্বাঞ্চলীয় সেফশাউয়েন এলাকায় গর্তে পড়ে যায় ৫ বছর বয়সী শিশুটি।

তিনদিন ধরে পাইপের মাধ্যমে খাবার ও অক্সিজেন পাঠানো হচ্ছে তাকে। কুয়ার সংকীর্ণ ব্যাসের কারণে সরাসরি তুলে আনতে পারেনি উদ্ধারকারীরা। সেজন্য পাশেই সমগভীরতার আরেকটি গর্ত খুড়তে কাজ করছে ফায়ার সার্ভিস।

শুক্রবার সকাল পর্যন্ত ৮৮ ফুট গভীরে পৌঁছেছে তারা। বলছে- কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছাবে শিশুটির কাছে। উদ্ধারের পর তাকে দ্রুত হাসপাতালে নিতে ঘটনাস্থলে প্রস্তুত রয়েছে একটি হেলিকপ্টার।

আরও পড়ুন: আল্লু অর্জুনের স্টাইলে কোটি টাকার রক্ত চন্দন পাচার করতে গিয়ে গ্রেফতার ১

ইউএইচ/

Exit mobile version