Site icon Jamuna Television

ইরানে সমকামিতার অভিযোগে দুই যুবকের ফাঁসি

ইরানে দুই সমকামী যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মারাঘে কারাগারে দুই বন্দিকে দেয়া হয় এ শাস্তি। মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস মনিটরের বরাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর জানিয়েছে।

ডেইলি মেইলের খবর বলছে, সমকামিতায় অভিযুক্ত ওই দুই যুবক গত ছয় বছর ধরে কারাগারটিতে বন্দি ছিলেন। গত রোববার মেহেরদাদ করিমপউ এবং ফরিদ মোহাম্মদি নামে ওই দুই যুবকের ফাঁসি কার্যকর হয়।

ইরানে সমকামিতা আইনত নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। দেশটিতে সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

/এডব্লিউ

Exit mobile version