Site icon Jamuna Television

দেশে করোনায় আরও ৩০ প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ৫২৪ জনে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯ হাজার ৫২ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৪৪৫টি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ২৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।

উল্লেখ্য, বৃহস্পতিবার করোনায় মারা গিয়েছিল ৩৩ জন। আর শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জন। তার আগেরদিন বুধবার মারা গিয়েছিল ৩৬ জন। আর শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

/এডব্লিউ

Exit mobile version